সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ এপ্রিল ২০২৫ ১৬ : ১০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে 'আমার বস'। এই ছবির মাধ্যমে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে 'আমার বস'-এর প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। একজন 'সিঙ্গল মাদার'-এর গল্প নিয়ে তৈরি ‘আমার বস’। মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় মুখোমুখি হবেন শিবপ্রসাদ ও শ্রাবন্তী।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সহ একাধিক তারকারা। তবে জানেন কি, প্রায় আশি ছুঁয়ে ফেলা এই বর্ষীয়ান অভিনেত্রী আজও শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ পেলে হাতছাড়া করেন না। কাছেপিঠে ছোট ছেলেমেয়ে দেখলেই তাদের দিকে তাকিয়ে হাত নাড়েন, তাদের সঙ্গে কথা বলেন, এমন কী বিমানের মধ্যেও সেই ছবি বদলায় না। কচিকাঁচাদের সঙ্গে গল্প-হাসি ভাগ করার সময় এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী নিজেও 'শিশু' হয়ে যান। এমনই আঁখো-দেখি এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন শিবপ্রসাদ।
সমাজমাধ্যমে বিমানবন্দরে এক অপরিচিত ছোট্ট ছেলের সঙ্গে রাখির ব্যবহার, কয়েক পশলা কথা-খুনসুটির ভিডিও তুলে রাখার পাশাপাশি সেই ঘটনার বিবরণ সংক্ষেপে দিয়েছেন শিবপ্রসাদ। পরিচালক-অভিনেতা লিখেছেন, “দিনটা ছিল Indian Panorama তে ‘আমার বস’ স্ক্রিনিং-এর পর, আমি আর রাখীদি মুম্বাই ফিরছি। যখনই রাখীদি কে নিয়ে আমি কোথাও গিয়েছি, কোনো না কোনো ঘটনার সাক্ষী আমি হয়েছি, সেই দৃশ্য গুলো মনে রাখার মতো। গোয়া এয়ারপোর্টে ছোট্ট একটি বাচ্চাকে রাখীদি শেখালেন দু-হাত জড়ো করে কিভাবে মাথায় ঠেকিয়ে নমস্কার করবে। বাচ্চাটির নাম ‘যুগ সুরি’। রাখীদি বললেন, "সুরি তো তোমার সারনেম, যুগ হলো তোমার নাম। কাছে এসো।” মাথায় স্নেহের স্পর্শ করলেন। বাচ্চাদের ভীষণ ভালোবাসেন উনি। এয়ারপোর্টে যখনই কোনো বাচ্চাকে দেখেন নিজেও তার মতই হয়ে যান। বাচ্চাদের দিকে তাকিয়ে হাত নাড়েন, কথা বলতে থাকেন, এমন কি ফ্লাইটেও ঠিক তাই। রাখীদিকে নিয়ে এমন অনেক মজার গল্প আছে, যেগুলো ভাগ করে নেবো আপনাদের সাথে।”
স্বভাবতই রাখির এই ভিডিও মন ছুঁয়েছে নেটপাড়ার। শিশুদের প্রতি তাঁর ভালবাসা ও মিষ্টি ব্যবহার দিয়ে নতুন করে আরও একবার তিনি শ্রদ্ধা অর্জন করেছেন ভক্তদের মধ্যে।
নানান খবর

নানান খবর
চলছে কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, এর মাঝেই নিজের একরত্তি মেয়ের সঙ্গে আলাপ করালেন শ্রীলীলা!

অক্ষয় কুমার শুধু সহকর্মী, বন্ধু নন! ‘খিলাড়ি’ সমন্ধে হঠাৎ এ কথা কেন বললেন পরেশ রাওয়াল?

‘কাশ্মীর আমাদেরই’, সাহসের আলো ছড়ালেন অতুল কুলকার্নি, ভালবাসার বার্তা নিয়ে পহেলগাওঁয়ে হাজির অভিনেতা!

'মায়া সত্য ভ্রম'-এর গানে চাঁদের হাট, শমীক রায়চৌধুরীর ছবিতে কণ্ঠ দিলেন কারা?

আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’? এবার ওটিটি-তে পা রাখছে জনের ‘দ্য ডিপ্লোম্যাট’

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?